আজ ছুটি। বুদ্ধ পূর্ণিমার ছুটি। কিন্তু দিনটি শুরু হয়েছে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে। থেমে থেমে বজ্রপাতের শব্দে ঘুম ভেঙেছে এই শহরের। ঝড়-বৃষ্টি-দমকা হাওয়া তিনে মিলে অন্যরকম সূচনা। ছুটি ভেঙেও অফিসমুখো অনেকের পড়তে হয়েছে বিড়ম্বনায়।
রাজধানীর অনেক স্থানে সড়কে পানি জমেছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ মৌসুমের সবচেয়ে বৃষ্টি হয়েছে আজ। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ তাদের দুটো পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কালবৈশাখীর গতিবেগ নির্ণয় করা হয়েছে। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল সাড়ে আটটায় আঘাত হানা কালবৈশাখীর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৬ কিলোমিটার। রাজধানীর আগারগাঁওয়ে আরেক পর্যবেক্ষণ কেন্দ্রে পাওয়া তথ্য অনুযায়ী, সকালে ওই সময় বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here