শনিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রথম যখন এই ক্যাপসুল ব্যবসা শুরু হয়েছিল, তখন এক শ্রেণির ধর্ম ব্যবসায়ীরা এর বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছে। এখন এই প্রোপাগান্ডা আর নেই, অনেক কমে গেছে । এখন তারাও বুঝে গেছে এটা কতটা গুরুত্বপূর্ণ। এই যে গর্ভকালীন মাতৃমৃত্যু হারও কমেছে। একমাত্র সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে।

তিনি আরো বলেন, সবাইকে আহ্বান করবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন। মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন প্রধানমন্ত্রী। আমাদের সাবেক প্রধানমন্ত্রীও মা ছিলেন, কিন্তু তিনি এসব কিছু ভাবতে পারেন নি, যা আমাদের প্রধানমন্ত্রী মা হয়েও ঠিকই চিন্তা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here