বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, আজ মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে  আমরা উনার মাজার জিয়ারত করতে টাঙ্গাইল এসেছি।

ঢাকা থেকে দুইটি গাড়িতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা টাঙ্গাইল পৌঁছান। মাজার জিয়ারতের পর সেখানে স্থানীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সভায় বক্তব্য রাখবেন নেতারা। আগে থেকে ফ্রন্টের শীর্ষ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ইকবাল সিদ্দিকী। এছাড়াও সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের মোস্তাক আহমেদ তাদের সঙ্গে রয়েছেন। আজ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশের কারণে টাঙ্গাইল আসেননি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। টাঙ্গাইল থেকে ফিরে ওই সমাবেশে বক্তব্য রাখবেন কামাল হোসেনসহ অন্যরা।

এর আগে সিলেটে হযরত শাহ জালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নিজেদের যাত্রা শুরু করে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here