দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিচারিক (নিম্ন) আদালতে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদন্ডের রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন তার আইনজীবী ব্যারিস্টার রাগীফ রউফ চৌধুরী।
হাইকোর্টে করা আপিলে দ- থেকে খালাস না চেয়ে স্থগিত চাওয়া হয়েছে এবং তার জামিন আবেদনও করা হয়েছে আপিলে। অসুস্থতার কারণে জামিন চাওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আপিল আবেদনটি হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান আইনজীবী রাগিব রউফ চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here