নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ মার্চ দু’টি মসজিদে হামলায় ৫০ জন নিহতের ঘটনার জেরে মুসলিম জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশে ২২ মার্চ শুক্রবার ‘জাতীয় স্কার্ফ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের সকল নারী দিনটিতে স্কার্ফ দিয়ে তাদের মাথা আবৃত রাখবেন। ওয়ার্ল্ড অব বাজ

ফেসবুক পেইজ ‘স্কার্ভস ইন সলিডারিটি’তে আহ্বান জানানো হয়, ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার ভুক্তভোগী ও মুসলিম নারীদের প্রতি আপনার সমর্থন প্রকাশ করুন। চলুন আগামী শুক্রবার সকলে স্কার্ফ পরি যেন আমরা প্রকাশ করতে পারি যে সন্ত্রাসের সামনে আমরা মাথানত করবো না এবং আমরা আমাদের মুসলিম বোনদের থেকে আলাদা নই। বিষয়টি খুবই সাধারণ কিন্তু একটি অত্যন্ত শক্তিশালী সংকেত যে আমরা হিংসাকে বর্জন করার বিষয়ে কতখানি আন্তরিক।

আপনার বন্ধু, বোন, সহকর্মী, খেলার ক্লাব, স্কুল ও গির্জার পরিচিত সকল নারীর সঙ্গে এক হয়ে স্কার্ফ পরিহিত অন্তত একটি ছবি ফেসবুকে পোস্ট করুন। আমরা সারা দুনিয়াকে দেখিয়ে দিতে চাই “আমরা এক”।’

এর আগে, সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জাতীয় শোকজ্ঞাপন বইতে লেখেন, ‘নিউজিল্যান্ডের জনগণের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা সকলে এক। ভুক্তভোগীরাই আমরা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here