রাজধানীতে চলাচলকৃত সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে আজকের সংবাদপত্রে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)  বিজ্ঞপ্তিতে বাস কম্পানি দুটির অধীনে চলাচলরত বাসের সব কাগজপত্র, রেজিস্টেশন সনদপত্র, ফিটনেস সনদপত্র, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ইন্সুরেন্স ইত্যাদি বিআরটিএ উপপরিচালক (প্রকৌশল) শফিকুজ্জামান ভূঞার কাছে তিন দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। কাগজপত্র পরীক্ষা করে পরবর্তীতে সিদ্ধান্ত  জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, গতকাল থেকে ঢাকা মহানগরীর (রুট নম্বর এ-১৩৮) উত্তরা রানীগঞ্জ থেকে সদরঘাটে চলাচলরত সুপ্রভাত প্রাইভেট লিমিটেডের সব বাস  এবং ঢাকা মহানগরীর (রুট নম্বর এ-১৮৪) বসিলা থেকে আব্দুল্লাহপুরে চলাচলরত জাবালে নূর পরিবহন লিমিটেডের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দাখিলকৃত কাগজপত্র বিআরটিএ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক যৌথভাবে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here