ইমরানের ওপর হামলার তদন্ত প্রতিবেদন ২৬ জুন

0
92

রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৬ জুন দিন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

রবিবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাহবাগ থানা পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের ওই দিন ধার্য করেন।

নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় ইমরান এইচ সরকার উপস্থিত ছিলেন। হঠাৎ একদল যুবক তাঁদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এরপর ইমরানের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জনকে আসামি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here