পুরান ঢাকার হাজীর বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

0
63

পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি, বাকরখানি ও মাঠাই খেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বুধবার (১৭ জুলাই) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনকে সঙ্গে পুরান ঢাকায় ঘুরতে গিয়ে তিনি এসব খাবার খান।

মার্কিন রাষ্ট্রদূত সকাল ৯টায় ডিএসসিসির মেয়র সাঈদ খোকন ও অন্যান্য সফরসঙ্গী নিয়ে পুরান ঢাকার উদ্দেশে বের হন। তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীরাও ছিলেন। মিলার প্রথমেই নাজিরাবাজারে হাজীর বিরিয়ানির দোকানে প্রবেশ করেন। সেখানে বিরিয়ানি খান এবং খেতে খেতেই এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানেন। এরপর বাখরখানির দোকান থেকে ঐতিহ্যবাহী বাখরখানি ও মাঠাই খান মার্কিন রাষ্ট্রদূত।

ডিএসসিসির কর্মকর্তারা জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার মূলত পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতেই ঘুরতে বের হন। ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এ সময় রবার্ট মিলারকে ঢাকার ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here