ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে

0
48

বাংলা খবর ডেস্ক: স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনে একটি সড়কের নামকরণ করা হচ্ছে।

শনিবার আজারবাইজানে অষ্টাদশ ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে বাকু কংগ্রেস সেন্টারে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি বলেন, ফিলিস্তিনে পশ্চিম তীরের হেবরন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধুর নামে করা হচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, ওই সড়ক উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

অর্ধশতকের বেশি সময় ধরে ইসরাইলের অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামরত ফিলিস্তিনিদের পক্ষে সব সময় সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের অধিকারে কথা বলে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কথা বলেন। বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের গভীর হৃদ্রতার সম্পর্ক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here