সন্তানরা আরেকবার রাস্তায় নামলে কারো পিঠে চামড়া থাকবে না: ডিএমপি কমিশনার

0
55

বাংলা খবর ডেস্ক: সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষকে সাবধান করে দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, “আমাদের সন্তানরা আরেকবার রাস্তায় নামলে পুলিশ, গাড়ি মালিক-শ্রমিক কারো পিঠে চামড়া থাকবে না। তাই সাবধান হোন। আইন মেনে চলুন।”

বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ ২০১৯’ এর উদ্বোধন হয়। সেখানে এই কথা বলেন অনুষ্ঠানের সভাপতি ডিএমপি কমিশনার।

এ সময় সড়ক পরিবহন আইন, সচেতনতা ও ট্রাফিক পক্ষের নানা বিষয় তুলে ধরেন মোহা. শফিকুল ইসলাম।এর আগে বিপুল পরিমাণ হাইড্রোলিক হর্ন ধ্বংস করে ট্রাফিক পক্ষ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ডিএমপির এই ট্রাফিক পক্ষ ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here