ভারতীয় জলসীমায় চীনা জাহাজ ধাওয়া করল নৌসেনারা

0
82

বাংলা খবর ডেস্ক: দিল্লির অনুমতি না নিয়ে সম্প্রতি ভারত মহাসাগরে ঢুকে পড়েছিল ‘শি ইয়ান ১’ নামে একটি চীনা জাহাজ। পিছু তাড়া করে নৌবাহিনী সেটিকে এলাকাছাড়া করেছে। মঙ্গলবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ এ কথা জানিয়েছেন।

অ্যাডমিরাল করমবীর সিংহ জানিয়েছেন, ভারত মহাসাগরে উত্তরোত্তর উপস্থিতি বাড়াচ্ছে চীন। আচমকা ঢুকে পড়ছে চীনা জাহাজ। সীমানা লঙ্ঘন করে ঢুকে পড়ছে রণতরীও। গোপনে ঢুকে পড়ছে চীনের সাবমেরিন। ভারত মহাসাগরের অর্থনৈতিক জোনের কাছাকাছি এলাকায় গড়ে সাত থেকে আটটি চীনা জাহাজ ঘোরাফেরা করছে। ভারত সেগুলোর ওপর কড়া নজর রাখছে।’

তিনি আরো বলেন, ‘২০০৮ সাল থেকেই ভারত মহাসাগরে উত্তরোত্তর চীনের উপস্থিতি বাড়ছে। আমরা নজর রাখছি।’

নৌসেনা প্রধান বলেছেন, ‘নানাবিধ উদ্দেশে কখনো সমুদ্র সংক্রান্ত গবেষণার জন্য। কখনো বা সামুদ্রিক সম্পদের অনুসন্ধান অথবা উত্তোলনের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here