‘মুজিববর্ষে নেত্রকোনায় কেউ গৃহহীন থাকবে না’

0
57

বাংলা খবর ডেস্ক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা প্রদানে সরকার বদ্ধ পরিকর। এই লক্ষ্যে সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের কাজ করে আসছে। নেত্রকোনায় কেউ আর ভিক্ষুক বা গৃহহীন থাকবে না। মুজিববর্ষে এটাই আমাদের অঙ্গীকার। বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা যাতে সঠিক ব্যক্তি পান, তার জন্য উন্মুক্তভাবে প্রকাশ্যে তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) নেত্রকোনা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মৌগাতী ইউনিয়নে ভাতাভোগী বাছাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মৌগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক তফসির উদ্দিন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ প্রমুখ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here