ত্রাণ পৌঁছাতে ডিএনসিসির হটলাইন চালু

0
69

বাংলা খবর ডেস্ক: দেশে উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন এমন অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা দিতে হটলাইন চালু করছে উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে অসহায়, কর্মহীন, সাময়িক বেকার ও দুস্থ মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বৃহস্পতিবার হতে দুইটি হটলাইন ফোন নম্বর চালু করেছে। এমতাবস্থায় ডিএনসিসি এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ যে কোনও ব্যক্তি এই হটলাইনে ফোন করে ত্রাণসামগ্রী চাইতে পারবেন। হটলাইন দুইটি সার্বক্ষণিক খোলা আছে। হটলাইনে যোগাযোগকারী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাচাই সাপেক্ষে দ্রুত ডিএনসিসির পক্ষ থেকে ত্রাণসামগ্রী নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

ডিএনসিসির হটলাইন ফোন নম্বর দুটি হচ্ছে: ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here