ঢাকায় কঠোর হচ্ছে পুলিশ

0
132

নিউজ ডেস্ক: ভয়ংকর ছোঁয়াচে করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ ঠেকাতে ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শনিবার থেকে কঠোর ভূমিকা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা মহানগর পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনা মোকাবিলায় দেশের পুলিশের কাজের তালিকা অনেক। যেমন সংক্রমণ ছড়ানো ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, সুরক্ষাসামগ্রী বিতরণ করা, চিকিৎসা না পেয়ে থানায় হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, লকডাউন এলাকায় মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা।

এ ছাড়া করোনায় মৃতদের দাফনের ব্যবস্থাতেও পুলিশকে থাকতে হচ্ছে। ঢাকাসহ সারা দেশের লাখের বেশি পুলিশ দিনরাত এ দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বললেন, ‘আমরা চেষ্টা করছি, কতটা মানুষের পাশে থাকা যায়। এখন সেটাই পুলিশের জন্য খুব জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে পুলিশের কঠোর ভূমিকার বিষয়ে সিদ্ধান্ত হয়।

ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনাও হয় বৈঠকে।

প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের বৈঠকে আরও অংশ নেন-ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here