ব্রাহ্মণবাড়িয়ার জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন: স্বাস্থ্যমন্ত্রী

0
73

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার (১৮ এপ্রিল) মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় বিশাল জনসমাগম হওয়ার প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ মানায় না।’

রোববার দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের সপ্তম সপ্তাহ পার করছি। এ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শনিবার লক্ষ্য করেছি ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত ক্ষতিকর। আশঙ্কা করছি অনেক লোক আক্রান্ত হয়েছেন। প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ মানায় না।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রথমত লকডাউন কাজ করছে না ঠিকমতো, যেভাবে আমরা আশা করছি। দ্বিতীয়ত লোকজন আক্রান্ত এলাকা থেকে ভালো এলাকায় যাচ্ছেন। নতুন লোক আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে।’

ব্রিফিংয়ের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬। নতুন করে মারা গেছে সাতজন, মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৯ জন। মোট সুস্থ হয়েছে ৭৫ জন।’ গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here