অহেতুক ঢাকায় প্রবেশের চেষ্টা করলে মামলা

0
43

নিউজ ডেস্ক: সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে রাজধানীতে ঢোকা আর বের হবার চেষ্টা চলছে দিনভর। সামান্য সুযোগ পেলেই বিভিন্ন অজুহাতে যাতায়াত করছে সাধারণ মানুষ। তবে সংক্রমণ রোধে প্রবেশ মুখগুলোতে কড়াকড়ি অবস্থানে আজও দেখা যায় পুলিশকে।

অরক্ষিত চেকপোস্টে ঢাকার সুরক্ষিত থাকা হুমকির মুখে। রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশের তল্লাশি চৌকিতে পুলিশ সদস্যদের কোনো উপস্থিতি চোখে পড়েনি। এমনকি পাশেই ঢাকা থেকে বের হওয়ার পথে কোন চেকপোস্টই নেই। আর এ সুযোগেই ঢাকায় প্রবেশ করছেন অসংখ্য মানুষ।

তবে বেলা বাড়লে দৃশ্যপট পাল্টে যায় পুরোপুরি। কঠোর হয় পুলিশ। এসময় ঢাকা ছাড়ার চেষ্টা করায় অনেককে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। এদিকে রাজধানীর গাবতলী ও আব্দুল্লাহপুর অংশে খুব সকাল থেকেই জিরো টলারেন্স অবস্থানে পুলিশ।

নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেল সিনিয়র এএসপি জিসানুল হক বলছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবার কথা জানিয়ে সকালের সময়টাতেও নজরদারি জোরদার করা হবে।

অহেতুক ঢাকায় প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করায় অনেকের বিরুদ্ধে মামলাও করা হয় এসময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here