মৃত্যুর পর পরীক্ষা: করোনায় উপস্থিতি ড. আনিসুজ্জামানের শরীরে

0
88

বাংলা খবর ডেস্ক:
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুর পর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। পরে রাতে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন ড. আনিসুজ্জামানের শরীরে করোনার উপস্থিতি রয়েছে।

ড. আনিসুজ্জামানের ছোট ভাই আখতারুজ্জামান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

আনিসুজ্জামানের বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে গত ২৭ এপ্রিল বরেণ্য এই শিক্ষাবিদকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপ, পারকিনসন ডিজিজসহ নানা শারীরিক জটিলতা ছিল। এই হাসপাতাল থেকে পরে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে গত ১০ মে তাঁর নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়। তখন করোনা নেগেটিভ এসেছিল।

আখতারুজ্জামান বলেন, তাঁর ভাইয়ের করোনা পজিটিভ এসেছে । হাসপাতাল কতৃপক্ষ তাদের জানিয়েছেন। এজন্য কাল সকালে নয়টা থেকে দশটার মধ্যে তাঁকে দাফন করার চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here