করোনা ভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৭

0
111

বাংলা খবর ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯২২ জন। নতুন করে ৬৯৭ জন শনাক্তসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন। ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৭০৭ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে।

সোমবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে কয়েক ধাপ বাড়ানোর পর ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। সেই ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশ্বে করোনায় ২০ লাখ ৩৯ হাজার ৬০১ জনের মৃত্যু:

ওদিকে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৬২। এর মধ্যে ২০ লাখ ৩৯ হাজার ৬০১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ছয় কোটি ৮১ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫০। মৃত্যু হয়েছে চার লাখ সাত হাজার ২০২ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৭২ হাজার ৬৭২। এর মধ্যে এক লাখ ৫২ হাজার ৪৫৬ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯। এর মধ্যে দুই লাখ ৯ হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৩৩৬। এর মধ্যে চার হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।

করোনা টিকা নেওয়ার পর ইসরায়েলে ১৩ জনের মুখমণ্ডল বিকৃত:

ইসরায়েলে করোনার টিকা নেওয়ার পর অন্তত ১৩ জনের মৃদু ফেসিয়াল প্যারালাইসিস (মুখ বেঁকে যাওয়া ) হয়েছে। করোনা টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এমন হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ডব্লিউআইওএন-এর মতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনার টিকা নেওয়ার পর এ ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি।

এনিয়ে ওইসব লোকদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ওইসব লোকদের মুখমণ্ডল বিকৃত ঠিক হতে আবার করোনার টিকা দিতে চাচ্ছেন।


ছবি: সংগৃহীত

একব্যক্তি ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়নেটকে বলেন, অন্তত ২৮ ঘণ্টা আমার মুখমণ্ডল বিকৃত ছিল। তবে এরপর সেরে গেছে।

নরওয়েতে ফাইরাজের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যর ঘটনার পর এমন খবর এলো। এনিয়ে নরওয়ের কর্মকর্তারা জানিয়েছিল, মারা যাওয়াদের সবার বয়স ৮০ বছরের বেশি।

নরওয়েতে ২৩ জনের মৃত্যু ছাড়াও করোনার টিকা নেওয়ার পর অনেকে শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে, দিল্লিতেও শনিবার করোনার টিকা নেওয়ার পর ৫১ জনের শরীরে সামান্য এবং একজনের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

সর্বশেষ এনডিটিভি জানিয়েছে, টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পর ভারতে একজনের মৃত্যু হয়েছে। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছে, ঐ ব্যক্তির মৃত্যুর সঙ্গে করোনা টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই। আউটলুক, ইন্ডিয়া কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here