দেশে একদিনে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু, শনাক্তেও রেকর্ড

0
69

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
গত ৯ দিন যাবৎ দেশে করোনায় শতাধিক মৃত্যু দেখলো বাংলাদেশ। যার মধ্যে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। গতকাল রবিবার ( ৪ জুলাই) দেশে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়েছিলো। তবে আজ মঙ্গলবার ( ৫ জুলাই) সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জনে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে রেকর্ড ৯ হাজার ৯৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ১৩ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের বিবেচনায় মারা যাওয়ার হার ১ দশমিক ৫৯ আর সুস্থতার হার ৮৭ দশমিক ৮৭ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ষাটোর্ধ ৮৩ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০৯ জন ও মহিলা ৫৫ জন। যাদের মধ্যে বাসায় ১৫ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১৬৪ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৫৫ জন, ঢাকায় ৪০ জন, রাজশাহীতে ১৬ জন, রংপুরে ১৬ জন, চট্টগ্রামে ১৮ জন, ময়মনসিংহে ২ জন, সিলেটে ৮ জন, বরিশালে ৯ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here