সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ  বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। কাল ২৭ এপ্রিল সকালে সিডনি পৌঁছাবেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করার মুহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।     প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন ও কসোভোর সাবেক প্রেসিডেন্ট অ্যাতিফেত জাহজাগাকে উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়া হবে। সম্মেলনে যোগদানের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here