রাজধানীতে সকাল থেকে বৃষ্টি আর ঝড়ো বাতাস বইছে। অফিসগামী মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার ভোর রাত থেকেই দমকা বাতাস সহ ঘন মেঘে অন্ধকার হয়ে যায় আকাশ। শুরু হয় বৃষ্টি, সঙ্গে ঝড়ো বাতাস। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। বৃষ্টি আর বাতাসের সঙ্গে পরিবহণ সংকটের কারণে অফিসগামী যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। সেই সঙ্গে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েন বিপাকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গতকাল রোববারও সকালে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ অনেক জায়গায় মাঝারী থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও আগামী ২৭ থেকে ২৮ মে তা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়। একুশে টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here