এদিকে একই দাবিতে প্রেসক্লাবের বিপরিত পাশে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
আজকে ১৩ দিনের মত অবস্থান কর্মসূচি গড়ালেও সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে কোন ধরনের আশ্বাস পায়নি আন্দোলনরত শিক্ষকরা।

গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির শুরুতে এসব শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে আমরণ অনশনসহ লাগাতার কর্মসূচি শুরু করেছিলেন। তখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু সর্বশেষ ঘোষিত বাজেটে এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় আবার আন্দোলনে নেমেছেন তারা।

সারাদেশে বর্তমানে সাড়ে সাত হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here