মঙ্গলবার দুপুর ১২টা ১১ মিনিটে ড. লিটন কুমার সাহার মোবাইলে ০০০০০০০০০ এমন একটি নম্বর থেকে সেনাবাহিনীর সদর দপ্তরের বরাতে একটি পুরুষ কন্ঠ ওই অডিও বার্তা পাঠায়।

ওই অডিও বার্তায় প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় ঢাবি কর্তৃপক্ষ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মঙ্গলবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার কামরুল হাসান জিডিটি করেন। যার নম্বর ৯৭১।

জিডিতে বলা হয়, দুপুর ১২টা ১১ মিনিটে সহকারী প্রক্টর লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইলে একটি অডিও বার্তা পাঠানো হয়। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গালিগালাজ ও প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সহকারী প্রক্টরের ফোনে একটি অডিও বার্তায় হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় জিডি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here