সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেয়া হয়। বিজিবির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে মাঠে নামছে। সারাদেশে আজকের মধ্যেই তাদের মোতায়েন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের চাহিদ মতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবেন। এদিকে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here