মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদের নির্বাচন শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ ব্যাপারে তফসিল ঘোষণা করা হবে। আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। নির্বাচন কমিশনের বৈঠক শেষে আজ এই সিদ্ধান্ত হয়।

ইসি সচিব বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে। ধাপে ধাপে বিভাগওয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, পাঁচ ধাপে উপজেলা নির্বাচন হবে। কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয় সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে আগামী ১৭ ফেব্রয়ারি।

জাতীয় ঐক্যফ্রন্টের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশন মনে করে না নতুন করে নির্বাচন করার কোন সুযোগ আছে।’ তিনি আরো বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুননির্বাচন, এগুলো এখন আর করার সেই সুযোগ নেই। যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে নির্বাচন ট্রাইবুন্যালে গিয়ে তাঁরা মামলা করতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here