হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী ইজতেমার আখেরি মোনাজাত শেষে শনিবার দুপুরের পর ইজতেমা ময়দান ত্যাগ করেছেন। গাজীপুর সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দুপুরে আল্লামা আহমদ শফী ইজতেমায় যোগ দিতে চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আসেন। শনিবার মোনাজাত শেষে তিনি বেলা সোয়া দুইটার দিকে হেলিকপ্টার যোগে ফের চট্টগ্রামে ফিরে যান।

এ সময় হেফাজত আমিরের সঙ্গে ছিলেন তার পুত্র হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী। আল্লামা শফী ছাড়া অন্যান্য শীর্ষ আলেমরাও বিকেলের আগে ইজতেমা ময়দান ছেড়ে গিয়েছেন।

শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে টঙ্গীর বাটা ভবনের কাছে আল্লামা শফীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম নিজের গাড়িতে ড্রাইভ করে আল্লামা শফীকে মাঠে নিয়ে যান। ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় একটি বিশেষ ভবনে তিনি অবস্থান করেছিলেন। শনিবার বিকেলে আবার হেলিকপ্টারে চড়েই আল্লামা শফী হাটহাজারী ফিরে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here