গতরাতে পুরান ঢাকার চকবাজার এলাকায় চুড়িহাট্টার রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে এসেছেন ১৮ জন। এদের মধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ৯ জন চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থা ঝুঁকিপূর্ণ। গতকাল বুধবার রাত ১১টা থেকেই এখানে দগ্ধ মানুষ আসতে থাকেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন সাংবাদিকদের বলেন, চিকিৎসাধীন ৯ জনের কেউই ঝুঁকিমুক্ত নন। এদের মধ্যে চারজন বেশি ঝুঁকিপূর্ণ। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। খুব দ্রুত আরও দুজনকে আইসিইউতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিমতলী ট্র্যাজেডি থেকে আমরা কেউই আসলে শিক্ষা নেয়নি।

বছরে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ নানাভাবে অগ্নি দগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসেন। যা পৃথিবীর কোন দেশেই হয় না।
আহত যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন তারা হলেন, আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্ফর (৩২), সোহাগ (২৫), সালাউদ্দীন (৪৫)।
সোহাগের শরীরের ৬০ শতাংশ ও রেজাউলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। ৯ জনের মধ্যে আনোয়ার, রেজাউল, জাকির ও সোহাগের শ্বাসনালি পুড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here