ভোক্তা অধিকার সুরক্ষা নিয়ে হাইকোর্টের উদ্বেগ

0
67

দামি হোটেলগুলোয় খাদ্যপণ্যসহ অন্যান্য সেবার দাম বেঁধে দেয়ার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকায় ভোক্তা অধিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান ১৬০ টাকা রাখা হচ্ছে।

ভবিষ্যতে এ দাম আরও বাড়ানো হতে পারে। এক্ষেত্রে দাম বেঁধে দেয়ার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। ভোক্তার ন্যায্য অধিকার প্রতিফলিত হওয়ার সুযোগ এখানে কোথায়? ভোক্তা কোথায় যাবেন?

হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক রিটের শুনানিকালে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

আদালত আরও বলেন, ভোক্তার অধিকারের বিষয়ে আমরা একটি সুনির্দিষ্ট সমাধান চাই। এজন্য ১৯ মে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ রাখা হল।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্প্রাইটের বেশি মূল্যের বিরুদ্ধে করা মামলার বিরুদ্ধে হাইকোর্টে রিট করে হোটেল কর্তৃপক্ষ। সে রিটের শুনানি নিয়ে আদালত তাদের কাছে ৫ মে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। যার ধারাবাহিকতায় মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here