২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৬৮৪ জন

0
125

বাংলা খবর ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখা ৬৮৪ জন । এর মধ্যে দেশের ১৩টি সরকারি হাসপাতালে ৪৩৮ জন, ৩৭টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর বাইরে ডেঙ্গুতে আাক্রান্ত হয়ে বেশ কিছু ঘরেই চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

সারা দেশের বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী বর্তমানে ২ হাজার ৬৭১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৭ হাজার ৮৪৯ জন। বছরের প্রথম ৫ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ওই উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here