গণমাধ্যম আইনে গণমাধ্যমের সমস্যা সমাধান হবে: তথ্যমন্ত্রী

0
570

বাংলা খবর ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম আইনে গণমাধ্যমের সব সমস্যার সমাধান হবে। তবে আইন পাস হতে একটু বিলম্ব হচ্ছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বৈঠকে তথ্য সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সম্প্রচার আইন পাস হলে একটি সম্প্রচার কমিশনও হবে। তখন টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের চাকরিসহ অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আইন পাস নিয়ে আমাদের আবার বসতে হবে। তারপর এ আইন মন্ত্রিসভায় পাস হওয়ার পর জাতীয় সংসদে উত্থাপিত হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মী আইন হলে সেটির আলোকে টেলিভিশনে যারা সাংবাদিকতা করছেন, তাদের জন্য নতুন নীতিমালা করার সুযোগ তৈরি হবে। গণমাধ্যম কর্মী আইন আমরা দ্রুতই পার্লামেন্টে নিয়ে পাস করতে পারব। তবে একটি আইন তৈরি করা সহসার কাজ নয়। তারপরও গণমাধ্যম সংক্রান্ত আইন আরও একটু স্পর্শকাতর, ফলে এটাতে একটু সময় লাগছে।

বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা ও সদস্য সচিব শাকিল আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here