সম্ভাবনাময় চিনিশিল্পকে আমার বিক্রি করব না: শিল্পমন্ত্রী

0
61

বাংলা খবর ডেস্ক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেছেন, চিনিশিল্পকে লোকসান কাটিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। কি কারণে চিনিশিল্পের লোকসান হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। অনেক সম্ভাবনাময় এই শিল্পের ওপর অনেকের লোভ আছে। আমরা এটি বিক্রি করবোনা।

শনিবার মন্ত্রী কেরু চিনিশিল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিক যাতে চাকরি না হারায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশ থেকে যে ‘র’ সুগার আনা হতো তার ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এতে দেশীয় চিনিকল গুলো রক্ষা পাবে।পরে তিনি দর্শনা কেরু এ্যান্ড কোং লিমিটেডের বিভিন্ন দফতর পরিদর্শন ও কয়েকটি নতুন ভবনের উদ্বোধন করেন।

বিকালে দর্শনা কেরু মাঠে শ্রমিক-কর্মচারী, আখ চাষী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here