জাতিসংঘ সদর দফতর সফরের উদ্দেশ্যে নৌ প্রধানের যুক্তরাষ্ট্র গমন

0
509

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতর সফরের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী যুক্তরাষ্ট্রের উদ্দেশে গত বুধবার (৫ জুন) ঢাকা ত্যাগ করেন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এবং নৌপ্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকার কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

চারদিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দফতরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কার্লস এইচ লয়েটি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি জাতিসংঘ সদর দফতরের অধীনস্থ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সাক্ষাতকালে তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মিশন এলাকায় নৌবাহিনীর কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here