রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সারাবিশ্ব প্রশংসা করেছে: নাসিম

0
62

বাংলা খবর ডেস্ক: রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, এই প্রশ্নে কোনো রাজনীতি নয়, কোনও দলবাজি নয়। রোহিঙ্গা প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করুন। সরকারকে সবাই সাহায্য করুন। রোহিঙ্গা ফেরত নেয়ার ব্যাপারে সব রাজনৈতিক দলকে অনুরোধ করব ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোগিতা করুন। এখানে আমরা দলবাজি করতে চাই না। আমরা চাই সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করি।

তিনি বলেন, শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সারাবিশ্ব প্রশংসা করেছে। আজ কী দেখি আমরা, এই রোহিঙ্গাদের কেন্দ্র করে অশুভশক্তির চক্রান্ত শুরু হয়ে গেছে। সারাবিশ্বকে আমরা বলব মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করুন। রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যবস্থা করুন।

সিপিবিকে আরও শক্তিশালী হয়ে সরকারের বিরোধিতা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, সরকার যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয় তাহলে বিরোধী দলও হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কমিউনিস্ট পার্টি ন্যাপ আরও শক্তিশালী হোক এটা আমরা আশা করি। আমি কমিউনিস্ট পার্টি ও ন্যাপকে বলব, আপনারা আরও শক্তিশালী হয়ে আমাদের বিরোধিতা করুণ। বিএনপি-জামায়াত কেন এই দেশে শক্তিশলী দল হবে, আপনারা শক্তি অর্জন করে তাদের স্থান দখল করুন।

আলোচনা সভায় মোজাফ্ফর আহমদকে স্মরণ করে তিনি আরও বলেন, আজকের এই ঐক্যবদ্ধ ১৪ দল গঠনের অনুপ্রেরণা যুগিয়েছিলেন মোজাফ্ফর আহমদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক সময় উনার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতেন। তিনি ছিলেন বাংলাদেশে একজন আদর্শবান রাজনৈতিক নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here