নেপালি নাগরিকদের পালাতে সহায়তা, দুই পুলিশ বরখাস্ত

0
105

বাংলা খবর ডেস্ক: ক্যাসিনো পরিচালনা করা নেপালি নাগরিকদের পালাতে সহায়তা করায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার রাতে বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন এএসআই মিঠু এবং কনস্টেবল দীপংকর চাকমা। পুলিশের কারো বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

আইনশৃঙ্খলা বাহিনীর চলমান ক্যাসিনো অভিযানে শুরুর রাতে পালিয়ে যান বাংলাদেশে অবস্থান করা নেপালি নাগরিকরা। ১৮ সেপ্টেম্বর রাতে সেগুনবাগিচার বাসা থেকে সুবিধা নিয়ে পালাতে সহায়তা করার অভিযোগ ওঠে সিসি ক্যামেরায় ধরা পড়া ৩ জনের বিরুদ্ধে। সহায়তা করা ব্যক্তি তৃতীয় ব্যক্তি হলেন একটি গোয়েন্দা সংস্থার সহকারি প্রোগ্রামার তারেকুল ইসলাম আক্তার। তাকেও বরখাস্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here