শাহজালালে আড়াই কেজি স্বর্ণ ও ১০০ মোবাইল উদ্ধার

0
65

বাংলা খবর ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৪০০ গ্রাম স্বর্ণ ও ১০০টি বিদেশি মোবাইল উদ্ধার করেছে কাস্টমস হাউজ। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় এসব স্বর্ণ ও মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের দাম প্রায় দেড় কোটি টাকা।

কাস্টমস হাউজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের ভেতরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করেন।

এক পর্যায়ে সন্ধ্যা ৭টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদকে চ্যালেঞ্জ ও তাদের লাগেজ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো দুই কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এছাড়া অন্য কয়েকটি ফ্লাইটের যাত্রীদের তল্লাশি করে আরও ২০০ গ্রাম স্বর্ণ ও ১০০টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মোবাইল উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার এম মোয়াজ্জেম হোসেন বলেন, উদ্ধারকৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here