মিয়ানমারের ওপর চাপ বাড়াবেন মার্কিন সিনেটররা

0
74

বাংলা খবর ডেস্ক: মার্কিন সিনেটররা জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানানো হবে। বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে গণমাধ্যমকে এ কথা বলেন তারা।

নিউইয়র্ক স্টেটের সিনেটর লুইস সেপুলভেডার নেতৃত্বে পাঁচ সিনেটর ২০ থেকে ২৬ অক্টোবর বাংলাদেশ সফর করেন। এ সময় তারা সিলেট ও কক্সবাজার সফরে যান। সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন নিউইয়র্ক স্টেট সিনেটররা।

সফর শেষে ঢাকা ছাড়ার আগে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সিনেটর লুইস সেপালভেদা গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটছে, বিশ্বের দরবারে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের প্রতি আমরা আহ্বান জানাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here