বনানীতে মাটিতে পোঁতা চীনা নাগরিকের লাশ উদ্ধার

0
67

বাংলা খবর ডেস্ক: রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের একটি বাসার পেছনের ফাঁকা স্থান থেকে মাটিতে পোঁতা অবস্থায় এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে লাশটি উদ্ধার করা হয়। বুধবার বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আজম।

ওসি বলেন, ‘বনানীর ২৩ নম্বর রোডের এ ব্লকের ৮২ নম্বর বাড়ির পেছনের একটি ফাঁকা স্থান থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মাটির নিচে পোঁতা অবস্থায় ছিল। ওই ভবনের কাজের লোকজন প্রথমে লাশের গোড়ালি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আমরা ১২টার দিকে ঘটনাস্থলে যাই। লাশটি শুধু গোড়ালি দেখা যাচ্ছিল। এ ছাড়া পুরো শরীর মাটির নিচে পোঁতা ছিল।’

নূর এ আজম বলেন, ‘আমরা ওই চীনা নাগরিকের পরিচয় পেয়েছি। তার নামের একটি অংশ গাও। তিনি বাংলাদেশে ব্যবসা করেন। কিছুদিন আগে গাওয়ের পরিবারের লোকজন বাংলাদেশে এসেছিল। তাঁরা আবার চলেও গেছেন। নয়তলা ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।’

বনানী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বিকেল সাড়ে ৩টায় বলেন, ‘কিছু সময় আগে লাশটি মাটির নিচ থেকে তোলা হয়েছে। লাশের শরীরে কালো কালো দাগ আছে। সম্ভবত গতকালই লাশটি মাটির নিচে পোঁতা হয়েছে। আমাদের প্রাথমিক কাজ শেষ করে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here