মুক্তিযোদ্ধাদের কেউ কারও থেকে কম গুরুত্বপূর্ণ নয়

0
50

বাংলা খবর ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আজকে আমরা আমাদের লাখো শহীদের আত্মার শান্তি কামনা করি। তাদের স্মরণ করি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর এই মহা সংগ্রামের যিনি নায়ক ছিলেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করি। সবাইকে স্মরণ করি। কেউ কারও থেকে কম নয়।’

মঙ্গলবার বিকেলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় লাখো মানুষ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারা আর ফিরে আসেনি। তাদের কোনো হদিস নেই। তাদের ভাই-বোনেরা জানে না কোথায় মারা গেছে। বিষয়টা শুধু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন। তাদের প্রতি আমাদের বিশাল দায়িত্ব। শুধু এই মন্ত্রণালয়ের না, সকল মন্ত্রণালয়ের।’

শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশকে এগিয়ে নিতে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ‘তাদেরকে স্মরণ করে জ্যেষ্ঠ সহকর্মী হিসেবে আমি আবেদন রাখব, আসুন আমরা যে কাজটা করছি, আরেকটু বাড়িয়ে দিই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনে এগিয়ে নিতে চাচ্ছেন, সেখানে আমাদেরও চেষ্টা থাকতে হবে।’

এম এ মান্নান আরও বলেন, ‘দৈহিক, মানসিক ও অর্থনৈতিকভাবেও আমরা ভালো অবস্থায় আছি। এটা আমাদের ভালো সময়। তারপরও মানসিকভাবে আমাদের যেসব সমস্যা আছে, সেগুলোও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। মূল জায়গায় ঠিক থাকলে সমস্যা নেই। মূল হলো নিজের আত্মপরিচয়।’

এ সময় পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) শামীমা নার্গিস, শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) সাহিন আহমেদ চৌধুরীসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here