যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মামা-ভাগ্নের

0
994

বাংলা খবর ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও তার ভাগ্নে সালাউদ্দিন (২০)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা।

দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবদুল্লাহ জানান, সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ১টার দিকে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের স্ত্রী শাহেদা বেগম জানান, তারা সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন। দুই সন্তানের জনক আনোয়ার। মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন আনোয়ার। আনোয়ারের ভাগ্নে সালাউদ্দিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here