ছুটিতেও রাজধানীর ৬০ স্থানে টিসিবির পণ্য বিক্রি চলছে

0
108

বাংলা খবর ডেস্ক: করোনাভাইরাসের অনেকটা লকডাউনে থাকা রাজধানী ঢাকায় চালু রয়েছে থাকছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম। অন্য সময়ের মতো শনিবার (২৮ মার্চ) থেকে ঢাকার ৬০টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি চলছে।

এছাড়া সারাদেশের ৩৫০টি ট্রাক সেলের কার্যক্রমও অব্যাহত থাকবে। ফলে ভোক্তারা এ সময় টিসিবির ট্রাক থেকে ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য কিনতে পারবেন।

জানতে চাইলে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে টিসিবির মুখপাত্র হুমায়ুর কবির বলেন, ‘বর্তমানে সারাদেশে ৩৫০টি ট্রাক সেলের কার্যক্রম চলমান। এরমধ্যে ঢাকায় ৬০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার টিসিবির কার্যক্রম বন্ধ ছিল। তবে রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নগরীর যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রির কথা রয়েছে সেগুলো হলো সচিবালয় গেট, যাত্রাবাড়ী, ইত্তেফাক মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, খামারবাড়ী ফার্মগেট, মিরপুর ১৪ কচুক্ষেত, মিরপুর-১ মাজার রোড, শ্যামলী মোড়/ন্যাম গার্ডেন, উত্তরা আব্দুল্লাপুর, ভিকারুননিসা ১০ নং গেইট/ইস্টার্ন হাউজিং গেইট, বেগুনবাড়ী, মতিঝিল সরকারি কলোনি, ভাষানটেক বাজার, মধ্য বাড্ডা, পলাশী/ছাপড়া মসজিদ, জিগাতলা/ধানমন্ডি সরকারি কলোনী, রামপুরা বাজার, মাদারটেক/নন্দীপাড়া/কৃষি ব্যাংকের সামনে, আদাবর/মনসুরাবাদ, বাংলা কলেজ, শাহ সাহেব মাঠ আজিমপুর বটতলা, আশকোনা হাজী ক্যাম্প, বাসাবো বাজার, আজমপুর, ডিসি অফিস, সাতারকুল, বাংলাদেশ ব্যাংক, মিরপুর-২/১২, মাতুয়াল/সিদ্ধিরগঞ্জ, ইসিবি/কালশী, গাবতলী/টেকনিক্যাল, কাপ্তান বাজার, সোয়ারীঘাট/নবাবগঞ্জ সেকশন, বনশ্রী বাজার, কলমিলতা বাজার, কারওয়ানবাজার, দিলকুশা, মেরাদিয়া বাজার, নিপ্পন বটতলা, খিলগাঁও তালতলা, মুগদা, নিউমার্কেট, টঙ্গীবাজার, শনির আখড়া, বছিলা, কামরাঙ্গীর চর লোহার পুল, সারুলিয়া বাজার, গঙ্গী বাজার, ৬০ ফিট ভাঙ্গা মসজিদ, গুলিবাগ খোকন কমিউনিটি সেন্টার, গুলশান ভাটারা বাজার, সাভার বাজার, আনন্দ সিনেমা হল, মগবাজার ফরচুন মার্কেট, হাতিরপুল বাজার, মালিবাগ বাজার, উত্তর বাড্ডা বাজার ও খিলক্ষেত বাজার।

এদিকে তেল, চিনি ও ডালসহ পাঁচটি নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি)। ভোক্তাদের এসব পণ্য নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ‘আমাদের হাতে তেল-চিনি-মসুর ডালের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ বিষয়ে ভোক্তার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। ক্রেতারা টিসিবির ট্রাক থেকে থেকে তা কিনতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যে পণ্য আছে তা দিয়ে রমজান পর্যন্ত তো স্বাভাবিক কার্যক্রম চলবেই, বরং আরও বেশি সময় চলার মতো আমাদের মজুদ রয়েছে।’

টিসিবিতে এখন চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হচ্ছে। চিনি ৫০ টাকা কেজি (গ্রাহক প্রতি সর্বোচ্চ ৪ কেজি), মশুর ডাল ৫০ টাকা কেজি (গ্রাহক প্রতি সর্বোচ্চ ২ কেজি), সয়াবিন তেল ৮০ টাকা লিটার (গ্রাহক প্রতি সর্বোচ্চ ৫ লিটার) ও পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here