সংসদ টিভিতে শুরু হলো ‘আমার ঘরে আমার ক্লাস’

0
71

বাংলা খবর ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে পাঠদানের ধারাবাহিকতা ধরে রাখতে আজ সকাল ৯টা থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস শুরু করা হয়েছে।

জাতীয় সংগীত ও করোনা সচেতনতা দিয়ে সকাল ৯টায় সংসদ টিভিতে এই ক্লাস শুরু হলো। বেলা ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওইসব ক্লাস পুনঃপ্রচার করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠদান করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here