জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

0
82

বাংলা খবর ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার নির্ধারিত ছুটির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবিলা এবং এর বিস্তার রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশের অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিভিন্ন ধরনের বিপণিবিতানসহ সব গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটিকালীন ঢাকা মহানগরীসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর, বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে ও গ্রামাঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতানসহ শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান, আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন।

এ অবস্থায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে চিঠিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here