‘করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে এসেছে’

0
57

বাংলা খবর ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে এসেছে, তারাও চিকিৎসা দিচ্ছে। আগেও বলেছি, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার বেড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওতাধীন ১২শ’ এবং উত্তরা দিয়াবাড়ির চারটি ভবনে ১২শ’ বেড প্রস্তুত রাখা হচ্ছে। সব মিলিয়ে সাড়ে চার হাজার বেডের সংস্থান হবে।

শনিবার (১১ এপ্রিল) করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের বুঝতে হবে দেশের বিভিন্ন জায়গা লকডাউন করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের যে দিকনির্দেশনা দিয়েছেন তা মেনে চলতে হবে। ইউরোপ-আমেরিকার দিকে তাকান, কী ভয়াবহ চিত্র সেখানে বিরাজ করছে। আমরা জানি লকডাউন যদি ভালোভাবে কার্যকর হয়, তাহলে সংক্রমণ কমবে।

জাহিদ মালেক বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। আশা করবো এই কয়েকটি দিন কষ্ট করে হলেও বাড়িতে থাকবেন। এই সময়টাতে একটু কষ্ট করলে খুব দ্রুত আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here