এক অদৃশ্য শক্তি সমস্ত উন্নয়ন অগ্রগতি স্তব্ধ করে দিয়েছে: প্রধানমন্ত্রী

0
98

বাংলা খবর ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলো, আমাদের প্রবৃদ্ধি ক্রমান্বয়ে বাড়ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি এসে সমস্ত উন্নয়ন অগ্রগতি স্তব্ধ করে দিয়েছে। উন্নত ও খুব শক্তিশালী এবং অতিদরিদ্র সকলের একই অবস্থা সৃষ্টি করেছে এই অদৃশ্য শক্তি। এর বিরুদ্ধে কেউ লড়তে পারছে না।

আজ বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বনৌজা ‘সংগ্রাম’র কমিশনিং করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর সকল সদস্যকে সুরক্ষিত থেকে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে উঠতে হবে। আমরা আরো সুযোগ-সুবিধা দেবো। বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের টেকনোলজি জানতে হবে।

তিনি বলেন, আগামীতে আমরাও যেন এমন যুদ্ধজাহাজ তৈরি করতে পারি সে চিন্তা আমাদের করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here