‘প্রশ্নফাঁস হলেই বোর্ড ঘেরাও’

0
106
আসন্ন এইচএসসি পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হলেই শিক্ষা বোর্ড ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিভাবক ঐক্য ফোরামের নেতারা এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর মুগদা পাড়ায় অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।

সেখানে অভিভাক নেতারা বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো নেক্কারজনক কার্যক্রমকে কোনোভাবেই মেনে নেয়া হবে না।
তারা প্রশ্ন ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগ বাস্তবায়ন এবং এ বিষয়ে সরকারের সার্বিক সহায়তা আশা করেন। নেতারা আইন-শৃঙ্খলা বাহিনীকে মোবাইল কোর্ট পরিচালনা করে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার আহ্বান জানান।
এদিকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার লিখিত অংশ শেষ হবে ১৩ মে।

শর্ত অনুযায়ী সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার মতো এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে গিয়ে বসতে হবে।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এ রকম আরও কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here