এরশাদের ‘বানানতত্ত্ব’ একাকার হয়ে গেল

0
164
দেশের পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তন করা হচ্ছে। বাংলা নামের সঙ্গে মিল করতে এ পরিবর্তন আনছে সরকার। জেলাগুলো হলো-চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোর।

আগামী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানা গেছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মর্তুজা। তিনি লিখেছেন- Chattagram = চাট্টাগ্রাম, Barishal = বারিশাল, Bagura = বাগুরা, Jashore = জাশোর, Kumilla = কুমিল্লা।

এখানে যেভাবে লেখা হয়েছে, আপনি বলতেই পারেন- এভাবে লেখা ঠিক নয়। মানলাম ঠিক নয়। প্রশ্ন হলো বানান বদলানোর প্রক্রিয়াটা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here