রাজধানীর হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে এবার গ্রিন লাইন পরিবহনের একটি বাস চাপায় রাসেল নামের এক প্রাইভেট কার চালকের বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাসেলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
রাসেলকে উদ্ধারকারী এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের সিকিউরিটি ম্যানেজার ইমতিয়াজ জানান, রাসেল এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের গাড়িচালক। শনিবার কেরানীগঞ্জে ওই প্রজেক্টের একটি নির্মাণাধীন স্থান থেকে ফেরার সময় যাত্রাবাড়ীতে গ্রিন লাইন বাসটি তার প্রাইভেট কারকে ধাক্কা দেয়। পরে গাড়ি থামিয়ে বাসের সামনে গিয়ে বাসচালককে নামতে বলেন রাসেল। কিন্তু উল্টো বাস চালানো শুরু করেন। তখন রাসেল সরতে গেলে ফ্লাইওভারের রেলিংয়ে আটকে পড়েন। সেখানে বাসচাপায় তার বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে যায়।
শাহবাগ থানা পুলিশ জানায়, বাসটি চাপা দিয়ে চলে যাওয়ার পর মোটরসাইকেল চালক মাশরুর ও আরোহী সোহাগ ধাওয়া করেন। শেষ পর্যন্ত প্রেসক্লাবের সামনে এসে বাস থামাতে পেরেছেন তারা। পরে বাস ও চালক কবির হোসেনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here