পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৩ সালের ৫ মে আজকের দিনে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গা-হাঙ্গামা ও তা-বলীলার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৫৩টি মামলা হয়েছিল। এর মধ্যে গত ৫ বছরে ৪টি মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। এখনো তদন্তাধীন ৪৯ মামলা।

এই মামলার একাধিক তদন্ত কর্মকর্তা জানিয়েছে, মামলাগুলো তদন্ত শেষ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো তাড়া নেই। পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের গোপন সমঝোতার অংশ হিসেবেই মামলাগুলো পড়ে আছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গা-হাঙ্গামা ও তা-বলীলার ঘটনায় তার বিভাগে ২৩টি মামলা এখনো তদন্তাধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তদন্ত শেষ করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here