এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

0
590
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। ১০ শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের গড় পাসের হার এ বছর ৭৭.৭৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তরকালে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ফলাফল বেলা দুইটার পরে অনলাইনে প্রকাশ করা হবে।  এবারের ফলাফলে পাসের নহার কমলেও বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। আর এবারের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here