বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিকল্প চিন্তা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাকাতের কাপড় বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা হয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে খালেদা জিয়ার চিকিৎসা করতে কোনো সংকট হলে বিকল্প চিন্তা করা যেতে পারে।

বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি সাতবার জেলে গেছেন এবং পাঁচ বছর জেলে ছিলেন। সে সময় কাজের লোক তার সঙ্গে দেওয়া হয়নি। অথচ খালেদা জিয়াকে সাহায্য করে যে নারী তাকে পর্যন্ত সঙ্গে দেয়া হয়েছে। খালেদা জিয়ার ক্ষেত্রে জেলকোডের বাইরে গিয়েও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সুতরাং তার চিকিৎসার ব্যাপারেও কারা কতৃপক্ষ বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ভোলা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সাংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here